ফিলিস্তিনে অবৈধ ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সিলেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

 সিলেট প্রতিনিধিঃ
পৃথিবীতে ইসরাইল নামে কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিলো না। পশ্চিমাবিশ্ব মানবতার দোহাই দিয়ে আশ্রয়ের নামে বসবাসের জন্য সামান্য জায়গা দেয় ইসরাইল নামক একটি একটি গোষ্ঠীকে। কিন্তু আজ আশ্রিত হয়ে পুরো একটি স্বাধীন দেশকে তারা গিলে ফেলেছে। সেখানে হত্যার মহড়া চালাচ্ছে। আমরা এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে ইসরাইলী দখলবাজদের বিরুদ্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য বিশ্ব মানবতার প্রতি আহ্বান জানাই।
শুক্রবার (২০ অক্টোবর) বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার আয়োজনে ফিলিস্তিনে অবৈধ ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পরবর্তী মিছিলে এসব কথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা. মামন আল মাহাতাব স্বপ্নীল।
তিনি আরো বলেন, ফিলিস্তিনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ভাবে শোক পালন করেছেন। ইসরাইলের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর মতো ফিলিস্তিনের জনগণের এ দুঃসময়ে সমগ্র মুসলিম সম্প্রদায়কে তাদের পাশে দাঁড়ানো উচিত।
শুক্রবার বিকালে সিলেট নগরীর বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদের সামনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার উদ্যোগ আয়োজিত ফিলিস্তিনে অবৈধ ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সমাবেশ বিক্ষোভ মিছিলে এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস’র নায়েবে আমির রেজাউল করিম জালালী, জমিয়তে উলামা ইসলাম  কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এডভোকেট শাহিনুর পাশা চৌধুরী, ইসলামী আন্দোলন  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, খিলাফত মজলিসের সিলেট মহানগর শাখার সভাপতি হাফেজ তাজুল ইসলাম হাসানসহ সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ড থেকে আগত ইমাম ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।
বিক্ষোভ মিছিলটি নগরীর বন্দরবাজার কালেক্টরেট মসজিদ প্রাঙ্গণ থেকে চৌহাট্টার দিকে যাত্রশুরু করে। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে ফিলিস্তিনের পতাকা ও সাদা কাপড়ে কালেমা খচিত পতাকা নিয়ে ইসরাইল বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে নিহত সকল মুসলমানদের জন্য দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে কর্মসুচীর সমাপ্তি হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * সিলেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ