শ্রীবরদীতে জেলা প্রশাসকের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। শুক্রবার (২০ অক্টোবর) রাতে উপজেলার পৌরসভার সাহা বাড়ি, রাধাগোবিন্দ, দাস বাড়ি এলাকায় পূজামন্ডপ পরিদর্শন করেন।
এসময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে পরামর্শ দেন এবং প্রশাসনের পক্ষ থেকে সকল সহযোগিতার আশ্বাস দেন। পরিদর্শনের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, উপজেলা চেয়ারম্যান এডি এম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন খন্দকার, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক ফেরদৌস আলী, শিল্প ও বনিক সমিতির সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নয়ন চৌধুরী, প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি আহছানুজ্জামান ফিরুজ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীবরদী শাখার সাধারণ সম্পাদক শ্রী. চন্দন দাশ সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।