শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

দখলদার ইজরায়েলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ মিছিল হয় সোনারগাঁয়ে

আলেম ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়  নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে। এসময় আশেপাশের কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ যোগ দেয় হাজারও সাধারণ মানুষ। পাশাপাশি ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা।
 বাদ জুমা প্রথমে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হয় সোনারগাঁওয়ে ঐতিহ্যবাহী হাবিবপুর ঈদগায়ে। এখানে বক্তব্য রাখেন আলেম ওলামা এক্য পরিষদের নেতাকর্মীরা। এছাড়াও কয়েকজন রাজনৈতিক নেতাদেরও বক্তব্য রাখতে দেখা গেছে।
এসময় বক্তব্যরা বলেন, ফিলিস্তিন আমাদের পাশ্ববর্তী রাষ্ট্র না হলেও এটা একটি মুসলিম রাষ্ট্র। এই মুসলিম রাষ্ট্রটিতে বিভিন্ন সময় ইজরায়েলের ইহুদিরা বর্বরোচিত হত্যাকান্ডা চালায়। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বাংলাদেশ সহ মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি আহবান জানাবো আপনারা আমাদের মুসলিম ভাইদের পাশে দাড়ান, তাদের সহযোগীতা করুন। মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসাকে রক্ষা করুণ। আমরা আর আমাদের ভাইদের রক্ত দেখতে চাই না। এসময়  এগুলো বন্ধ করতে জাতিসংঘকেও কার্যকারী ভূমিকা পালন করার জন্য অনুরোধে জনায় নেতারা।
 পরে তারা একত্রে মিছিল নিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চলে যায় এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। এতে করে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্নিত ঘটে। পরে স্বেচ্ছাসেবদের মাধ্যমে আবার যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভ মিছিল শেষে, মোগড়াপারা চৌরাস্তা জামে মসজিদের সামনে ফিলিস্তি সাধারণ মানুষের জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে মহা সমাবেশ ও বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * দখলদার ইজরায়েলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ * বিক্ষোভ মিছিল হয় সোনারগাঁয়ে * সোনারগাঁয়
সাম্প্রতিক সংবাদ