মইদাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর মইদাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী  শিক্ষক আবু বকর সিদ্দিক ও অফিস সহকারী মমতাজ উদ্দিন এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর ) দুপুরে  মইদাম উচ্চ বিদ্যালয়ের মাঠে  এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা জনাব মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি আলহাজ্ব বাবুল আকতার। উপস্থিত ছিলেন পাথরডুবি ইউনিয়ন পরিষদের   সাবেক চেয়ারম্যান আজিজুল হক, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সহকারী শিক্ষক সহ বিদ্যালয়ের প্রাক্তন ও বতর্মান ছাত্র-ছাত্রী, শিক্ষা  অনুরাগী এলাকাবাসী ।

বিদায়ী শিক্ষক আবু বকর  সহকারী শিক্ষক  হিসেবে মইদাম উচ্চ বিদ্যালয়ে১৯৯১ সালের  ২৭ ডিসেম্বরে  যোগদান করেন এবং ৪ অক্টোবর  ২০২৩ সালে এসে অবসরে যান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি দীর্ঘ ৩২ বছর ধরে শিক্ষকতা করেছেন। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করবো।

অবসর জনিত বিদায়ী  শিক্ষক জনাব  আবু বকর সিদ্দিক তাঁর অতীত জীবনের বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং সকল সহকর্মীর কাছে তার জন্য দোয়া চান। পরে বিদায়ী শিক্ষকের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মইদাম উচ্চ বিদ্যালয়ের সহকারী  শিক্ষকের অবসর
সর্বশেষ সংবাদ