সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি’র সাথে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের স্বাক্ষাৎ
মাননীয় (অতিরিক্ত সচিব) ও সিলেট বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের কৃতি সন্তান আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি মহোদয়ের সাথে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর উপদেষ্টা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সিলেটের কৃতি সন্তান আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সৌজন্য স্বাক্ষাত বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিত সিংহ, অত্র ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম।
আলাপকালে সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি মহোদয়ের পুণ্যভূমি ও আধ্যাত্মিক শহর সিলেটের কৃষ্টি কালচার সম্পর্কে জানতে চান এবং সিলেটের মানুষের আন্তরিকতায় তিনি মুগ্ধ হয়ে বলেন সিলেটের মানুষের আন্তরিকতা, সহযোগিতা পেয়েছেন বলে উল্লেখ করেন। এবং সিলেটে বসবাসরত চট্টগ্রামবাসীদের খোঁজখবর নেন। এসময় সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন।