শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

ভাঙ্গুড়ায় আলাদা ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার

 

স্টাফ রিপোর্টার, পাবনা:

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আলাদা ঘটনায় এক খামারী ও এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৫ অক্টোবর) সকালে বাড়ির পাশের সড়কের ওপর থেকে খামারী হেলাল উদ্দিন খাঁ (৫০) এবং শোবার ঘর থেকে গৃহবধূ হাসি খাতুনের (৩০) মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হেলাল উপজেলার কৈডাঙ্গা গ্রামের মৃত তোরাব আলী খাঁর ছেলে এবং হাসি খাতুন পৌরসভার চৌবাড়ীয়া দক্ষিণ পাড়া মহল্লার আসাদুল ইসলামের স্ত্রী।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হেলাল খাঁ একজন খামারী। তাঁর গরু ও মাছের খামার রয়েছে। রাতের কোন এক সময় তিনি  খামারের গরুগুলো দেখতে যান। পরে ভোর বেলা বাড়ির পাশের রাস্তার ওপর তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। কি কারণে কিভাবে তার মৃত্যু হয়েছে তা কেউ বলতে পারেনি।

অপরদিকে পারিবারিক কলহের কারণে শনিবার রাত আড়াইটার দিকে শোবার ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন গৃহবধূ হাসি খাতুন। ভোর রাতে বাড়ির লোকজন বিষয়টি টের পান। খবর পেয়ে রবিবার সকালে পুলিশ গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় দু’টি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ দুটি পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাবার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * অপমৃত্যু * পাবনা * ময়নাতদন্ত
সাম্প্রতিক সংবাদ