খিলপাড়া ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন
চাটখিল প্রতিনিধি:
আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে তৃতীয় শাখার উদ্বোধন করা হয়েছে খিলপাড়া বাজারে আনাস টাওয়ারে বাত-ব্যাথা ও প্যারালাইসিস ফিজিওথেরাপি সেন্টার।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া দক্ষিণ বাজারে আনাস টাওয়ারের নিছ তলায় ১৩ অক্টোবর বিকেলে উদ্বোধন করা হয়।
এখানে বাত-ব্যাথা, প্যারালাইসিস রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। থেরাপির জন্য রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে চিকিৎসা সেবা ও পুরুষ মহিলাদের জন্য রয়েছে আলাদা সুব্যবস্থা।
চিকিৎসক হিসেবে ডাঃ আহসাান হাবীব রাজুর পরিচালিত চাটখিল সোনাইমুড়ী তার সুপ্রতিষ্ঠিত তিনটি চিকিৎসা সেবা কেন্দ্র রয়েছে। বিশ্বস্ততার ও সুনামের সাথে প্রদান করছেন আধুনিক চিকিৎসা সেবা।