সিংগাইরে ৬ হাজার তালবীজ রোপনের কাজ শুরু করলো ‘সাস’!
সিংগাইর, মানিকগঞ্জঃ
“বাবুই পাখি দেখিবার তরে, বজ্রপাতের ডরে..।” এ শ্লোগান নিয়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলাব্যাপী ৬ হাজার তালবীজ রোপনের কাজ শুরু করলেন স্টুডেন্টস এসোসিয়েশন অব সিংগাইর ‘সাস”।
এ উপলক্ষে শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনায় মহান মুক্তিযুদ্ধে নিহত ৩ শহীদের কবরের পাশে ৪ টি তালগাছের চারা রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ তালগাছের চারা রোপন ও বীজ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন- সাস-এর সাবেক কর্মকর্তা- সেতু মন্ত্রনালয়ের যুগ্ন সচিব আব্দুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ও উপসচিব মো. ফিজনুর রহমান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. আমিনুর রহমান, ধল্লা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুইয়া , ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম ও সাস’র সভাপতি মো. মামুন হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডাচ বাংলা ব্যাংকের এফএভিপি মোহাম্মদ মাজহারুল ইসলাম, তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপক মো. গালিব হোসেন, এবি ব্যাংকের এসপিও মো. ফজলুল হক প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে স্টুডেন্টস এসোসিয়েশন অব সিংগাইর ‘সাস” সামজিক কার্যক্রমের পাশাপাশি সিংগাইর উপজেলার বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছেন।