আমার সৎ উদ্দেশ্যগুলো আল্লাহ কবুল করুক: আবদুন নুর দুলাল
চাটখিল প্রতিনিধিঃ
আল্লাহ যেন আমার সৎ উদ্দেশ্য গুলো কবুল করে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সাধারণ সম্পাদক আব্দুল নূর দুলাল।
শুক্রবার ১৩ অক্টোবর নোয়াখালী জেলার চাটখিল উপজেলা আমানত শাহ জামে মসজিদে জুম্মার নামাজ আদায় কালে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্য বলেন, আমি যদি মানুষের সেবা করার উদ্দেশ্য নির্বাচনী মাঠে নেমেছি আল্লাহ যেন আমাকে কবুল করে। আর যদি আমার উদ্দেশ্য সৎ না হয়, আল্লাহ যেন আমাকে কবুল না করে।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন সাধারণ সম্পাদক ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী আবদুর নুর দুলাল। সকাল থেকে উপজেলা বদলকোট ইউনিয়ন ম্যাগা বাজার, বদলকোট বাজার ও বিকেলে সাহাপুর বাজার জনসংযোগ করেন।
আরও উপস্থিত ছিলেন ছিলেন, বদলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান শেখ, উপজেলা যুবলীগ সদস্য রফিকুল ইসলাম রতন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভার প্রধান অতিথি আবদুর নুর দুলাল তার বক্তব্য বলেন, মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। মানুষের সেবা প্রদানে আল্লাহ যেন আমাকে কবুল করেন।