শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

সোহাগ জেনারেল হাসপাতালের আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) অনু‌ষ্ঠিত

ঝালকা‌ঠি প্রতি‌নি‌ধিঃ
ঝালকাঠির রাজাপুরে সোহাগ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব মো. আহসান হাবীব সোহাগ এর আয়োজনে  পবিত্র ঈদ- ই- মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল  ও তা’লিমী জলসা  ১১ অক্টোবর মঙ্গলবার আছর থেকে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব মো:ফজলুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে মূল‍্যবান আলোচনা ও দোয়া পরিচালনা করেন বরিশাল এবাদুল্লাহ জামে মসজিদের খতিব ও জমিয়তে হেজবুল্লাহ কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা মো. নুরুর রহমান বেগ, বিশেষ অতিথি ছিলেন রাজাপুর ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক  আলহাজ্ব মো. আমিনুল ইসলাম নেছারী, ঝালকাঠি জেলা জমিয়তে হিযবুল্লাহ সাধারন সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা গোলাম হায়দার, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর রাজাপুর উপজেলা আমীর মাওঃ মো. মোস্তাফিজুর রহমান,  রাজাপুর উপজেলা দারুল উলুম কওমি মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব ক্বারী মো. বেলায়েত হোসেন।
উপস্হাপনায় ছিলেন পূর্ব পুটিয়াখালী ফাজিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওঃ মো. মুস্তাকিম বিল্লাহ। অনুষ্ঠা‌নে সহস্রাধীক মুসলমান আল্লাহ ও রাসুল (সঃ) নির্দেশিত পথে বয়ান শ্রবন করেন, পরে দেশ ও জনগনের কল্যানে দোয়া মোনাজাত করেন অনুষ্ঠা‌নের প্রধান অতিথি আলহাজ্ব হযরত মাওলানা মো:নুরুর রহমান বেগ ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) অনু‌ষ্ঠিত * সোহাগ জেনারেল হাসপাতালের আয়োজন
সাম্প্রতিক সংবাদ