সৈয়দপুরে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও চারা বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। সৈয়দপুরের শিল্প প্রতিষ্ঠান ইকু গ্রুপের সহায়তায় আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন এসব বিতরণ করে।
টাকার অভাবে নীলফামারীর সৈয়দপুরে যেনো কোন শিক্ষার্থী ঝরে না পড়ে ঠিক এমন বার্তা নিয়ে বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে সৈয়দপুর গোলাহাটে রাজ্জাকিয়া গফুরিয়া দারুন সুন্নাত দাখিল মাদ্রাসায় এই আয়োজন করা হয়।
মাদ্রসা মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রসার অধ্যক্ষ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিল্প পরিবার ইকু গ্রুপের পরিচালক ইরফান আলম ইকু।
বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর সাংবাদিক এম আর আলম ঝন্টু, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সামিউল, বিপুল, ইমরান, ফায়জানসহ চ্যারিটি ফাউন্ডেশনের সদস্যরাসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ইরফান আলম বলেন, আমাদের এই ফাউন্ডেশন মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করছে। সেই সাথে সবুজ বাংলাদেশ গড়তেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষে আজ শিক্ষা উপকরণ ও বিভিন্ন ফলজ, বনজ গাছের চারা বিতরণ করেছি। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যতে ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তিও দেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকেই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের খাদ্য সহায়তা, অসহায়দের চিকিৎসা, বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানসহ বেশ কিছু জনহিতকর কাজ করে আসছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * চারা বিতরণ * শিক্ষার্থী * সৈয়দপুর
সর্বশেষ সংবাদ