নোবিপ্রবিসাসের ১০ম বর্ষে পদার্পণ
নোবিপ্রবি প্রতিনিধি:
“সদা সত্য সংবাদে, সাহস শীর্ষ সংঘাতে” প্রতিপাদ্যকে সামনে রেখে পথচলার ৯ম বছর পেরিয়ে ১০ ম বর্ষে পদার্পণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)।
আজ ১১ ই অক্টোবর ( বুধবার) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আনন্দর্যালী ও কেক কাটার আয়োজন করা হয়। এসময়ে প্রধান অতিথি হিসেবে ছিলেন নোবিপ্রবি উপাচার্য ও সাংবাদিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো: দিদার -উল -আলম।
নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: দিদার -উল -আলম ১০ ম বর্ষে পদার্পণে নোবিপ্রবি সাংবাদিক সমিতিকে শুভেচ্ছা জানান। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় নোবিপ্রবি সাংবাদিক সমিতিকে ভবিষ্যতে আরো এগিয়ে আসার জন্য আহ্বান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ- উপাচার্য অধ্যাপক ড. আব্দুল বাকী, কোষাধ্যক্ষ ও সাংবাদিক সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, নোবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান, নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.এস এম মাহবুবুর রহমান, আইকিএসি ডিরেক্টর অধ্যাপক ড.ফিরোজ আহমেদ, ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড.কাউসার হোসেন সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল কবীর ফারহান, সাধারণ সম্পাদক এস আহমেদ ফাহিম সহ নোবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ১১ অক্টোবর যাত্রা শুরু করে নোবিপ্রবি সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা -কর্মচারীর সাফল্য, সম্ভাবনা, ব্যর্থতা তুলে ধরার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে নোবিপ্রবিসাস।