কাউখালীতে স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি , ইউনানী চিকিৎসা ও টেলিমেডিসিন সেবা কেন্দ্রের উদ্বোধন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে (১১ অক্টোবর) স্বাস্থ্য সেবার মান উন্নত করার লক্ষ্যে এন,সি,ডি কর্নার, ইউনানী চিকিৎসা ও টেলিমেডিসিন সেবা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা. মো: হাসনাত ইউসুফ জাকির।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুন্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুন্ডু, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু,প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদারসহ আরো অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা। সঞ্চালনের দায়িত্ব পালন করেন ইপইআই এবিএম আনিসুল হক।