শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

বুটেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঁধন-বুটেক্স ইউনিটের ডোনার সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান

 
বুটেক্স প্রতিনিধিঃ 
আগামী ১১ ই অক্টোবর, ২০২৩ তারিখে, বাধন বুটেক্স ইউনিট আয়োজন করতে যাচ্ছে বাঁধন,বুটেক্স ইউনিটের সিগনেচার ইভেন্ট ‘ডোনার সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান : ব্লাড সেল ভেনিয়া’।
বাঁধন একটি স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন। সারা বাংলাদেশব্যাপী বাঁধনের কার্যক্রম পরিচালিত।  বাঁধন-বুটেক্স ইউনিট গত ১৭ বছর যাবত বুটেক্সে তাদের কার্যক্রম বেশ সফলতার সাথে পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আসছে ১১ই অক্টোবর বাধন-বুটেক্স ইউনিট এর এই ‘সিগনেচার প্রোগ্রাম’। অনুষ্ঠানটি বেলা ৩:৩০ থেকে শুরু হবে। এই আয়োজনে থাকছে, বিদায়ী ৪৫ তম ব্যাচের স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা এবং নবীনতম ৪৮ তম ব্যাচকে বরণসহ নানা কর্মসূচি। অতিথি হিসেবে টেক্সটাইল সেক্টরে দেশবরেণ্য এবং সফল ব্যক্তিবর্গের উপস্থিত থাকার কথা রয়েছে।
এছাড়াও,৪৮ তম ব্যাচের নবীনবরণ কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে কুইজ প্রতিযোগিতা, আন্ত:ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট এবং সাংস্কৃতিক সন্ধ্যা।
উল্লেখ্য,বাঁধন,বুটেক্স ইউনিট স্বেচ্ছায় রক্তদাতাদের সাথে রক্তের চাহিদা রয়েছে এমন মানুষদের মেলবন্ধনের পাশাপাশি আরো বিভিন্ন সেবা এবং সচেতনতামূলক কর্মসূচি পালন করে থাকে। যার মধ্যে ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি, সুবিধাবঞ্চিতদের ঈদবস্ত্র এবং শীতে শীতবস্ত্র বিতরণ অন্যতম।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * নবীনবরণ অনুষ্ঠান * বাঁধন-বুটেক্স ইউনিটের ডোনার সংবর্ধনা * ব্লাড সেল ভেনিয়া * রক্তদাতা * সিগনেচার প্রোগ্রাম
সাম্প্রতিক সংবাদ