শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: মামুন

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আ’লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন জন সংযোগ কালে আ’লীগ সরকারের উন্নয়ন প্রচারের পাশাপাশি নৌকা প্রতিকে ভোট চেয়ে বেড়াচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত, চায়ের দোকানের মানুষদের মাঝে, বাজারের ব্যবসায়ীদের কাছে, ভ্যান শ্রমিক, অটো শ্রমিকসহ সকল যানবাহন শ্রমিক, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মীদের কাছে জনসংযোগ অব্যাহত রেখেছেন।
জনসংযোগ কালে মামুন বলছেন, আ’লীগ সরকার একজন জনবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা, মুক্তিযোদ্ধাদের বিল্ডিং নির্মাণ করে দিচ্ছেন, গর্ভকালিন ভাতা, ১০ টাকা কেজির কার্ডসহ বিভিন্ন ভাতা চালু করেছেন গরীবদের জন্য।
শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত মানের বিল্ডিং দিয়েছেন, শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিচ্ছেন, উপবৃত্তির টাকা দিচ্ছেন, প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করে বিনামূল্যে ওষুধ দিচ্ছেন।
আ’লীগ সরকার রাস্তা, কাল ভাট, ব্রিজ নির্মান করে দেশকে ডিজিটাল দেশ হিসেবে তৈরি করেছেন। সরকারের উন্নয়ন বলে শেষ করা যাবে না। তাই দেশের উন্নয়নের স্বার্থে উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা প্রতিকে ভোট দিয়ে আ’লীগ সরকারকে ক্ষমতায় রাখতে হবে। এক মাত্র আ’লীগ সরকারই জনবান্ধব সরকার, কৃষি বান্ধব সরকার, শ্রমিক বান্ধব সরকার, শিক্ষক বান্ধব সরকার।
এ সময় আব্দুল্লাহ আল মামুন এক আসনের সব শ্রেণী পেশার মানুষের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাচিনার  জন্য দোয়া চান এবং নিজের জন্য দোয়া চান।
এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ,ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক স্কুল বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার পিতা আব্দুর রউফ মিয়া ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি সারা জীবন এই জনপদের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। আমি আমার পিতা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারন করে আজীবন এই জনপদের মানুষের সেবা করতে চাই।ফরিদপুর-১ আসন তথা বোয়ালমারী -আলফাডাঙ্গা-মধুখালী উপজেলার সাধারন মানুষের জন্য আমার সাধ্যের,সর্বোচ্চ টুকু করতে চাই, শুধু মনোনয়ন কেন্দ্রীক রাজনীতি নয়, লাগাতার সাধারন জনগন সহ সকল শ্রেনী পেশার মানুষের পাশে আছি, আমৃত্যু থাকবো। জনগনই আমার শক্তি ও প্রাণ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * উন্নয়ন * নৌকা * মনোনয়ন প্রত্যাশী
সাম্প্রতিক সংবাদ