আখেরাতের ভয় মাথায় নিয়ে ক্ষমতা পরিচালনা করছে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোখলেছুর রহমান মন্ডল
সুন্দরগঞ্জ, গাইবান্ধা প্রতিনিধি:
ইউপি পরিষদ নির্বাচন ২ বছর পাড় হতে না হতেই গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৮ নং ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোখলেছুর রহমান মন্ডল বেশ কিছু কাজের দৃশ্যমান উন্নয়ন উপহার দিয়েছেন ইউনিয়ন বাসীকে। আলহাজ্ব মোখলেছুর রহমান মন্ডল তিনি তার নির্বাচনী ইস্তেহারে বলে ছিলেন, তিনি নির্বাচিত হলে, ধোপাডাঙ্গা ইউনিয়নবাসীর খাদেম হয়ে সেবা করবেন।
তিনি তার ক্ষমতা আমলে এখন পর্যন্ত বেশ কিছু রাস্তার পরিবর্তন এনেছেন, জলাশয় নিরসনেও বেশ কিছু বীজ নির্মাণ করেছেন। যাহা বর্তমানে ধোপাডাঙ্গা ইউনিয়নবাসীর কাছে দৃশ্যমান। গত ইউপি নির্বাচনে সুন্দরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়নে যে সকল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে আলহাজ্ব মোখলেছুর রহমান মন্ডল অনেকটাই ব্যতিক্রম।
তিনি তার পরিষদ বরাদ্দের বাহিরে, স্থানীয় সংসদ সদস্যের বরাদ্দ ও আ”লীগের বরাদ্দের প্রকল্প চেয়ে নিয়ে নিজ ইউনিয়নের উন্নয়ন করছেন।বর্তমানে ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ বিচারের দিক থেকে অনেকটা এগিয়ে। থানাসহ আদালতে চলমান একাধিক মামলার সুষ্ঠ বিচারের মাধ্যমে সমাধান দিয়ে আলোচনায় উঠেছেন আলহাজ্ব মোখলেছুর রহমান মন্ডল।
তিনি সবসময় সাংবাদিকদের বলেন, আমার ভুল গুলো বা আমার অপরাধ গুলো আপনারা তুলে ধরেন। আর আমি যদি ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিবর্তনে কাজ করে থাকি, তাহলে আপনারা সে গুলো তুলে ধরেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সুত্রে জানা যায়, ধোপাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোখলেছুর রহমান মন্ডল, যে কয়টি বীজ নির্মাণ করেছে, ইউড্রেন নির্মাণ করেছে তাতে কোন অনিয়ম পাওয়া যায়নি।
এ বিষয়ে চেয়ারম্যান আলহাজ্ব মোখলেছুর রহমান মন্ডলের সাথে কথা হলে তিনি জানান, আমি আমার নির্বাচনী ইস্তেহারে জনগণকে দেয়া ওয়াদা অনুযায়ী ধোপাডাঙ্গা ইউনিয়নবাসীর সেবা করে যাচ্ছি।
ক্ষণস্থায়ী দুনিয়ায় হারামের উপার্জন থেকে নিজেকে হেফাজত রেখেছি। যদি কোন না কোন ভাবে, আমার ছেলে অন্যায় করে বা কোন ভাবে ঝামেলা করে, সেই ব্যক্তি দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। এমন সৎ মনোভাব নিয়ে জনগণের সেবায় নিজেকে নিয়জিত রেখেছেন ধোপাডাঙ্গার চেয়ারম্যান আলহাজ্ব মোখলেছুর রহমান মন্ডল।