শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

দিনরাতের-পরিশ্রম ও কষ্টের টাকার ২ হাজার হেক্টর আমন, ২শ’ হেক্টর সবজি তলিয়ে গেছে পানির নিচে

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে টানা বৃষ্টির কারনে বিভিন্ন ধরণের ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষদের। এরই মাঝে রোপা আমন ও শীতকালিন সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। মৌসুমের শুরুতেই এমন ক্ষতির কারণে দিশেহারা হয়ে পরেছেন অনেক কৃষক।
হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্ত থেকে জানা যায়, চলতি মৌসুমে জেলায় ৮৮ হাজার ৩১৬ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়। আর শীতকালিন সবজি চাষ হয়েছে ৮৩২ হেক্টর জমিতে।
গেল কয়েকদিন ধরেই হবিগঞ্জে কখনো মাঝারি আবার কখনো গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। সবশেষ শুক্রবার ভোররাত থেকে মুশলধারে বৃষ্টি শুরু হয়। যা বিরামহীনভাবে অব্যাহত থাকে শুক্রবার রাত পর্যন্ত। ফলে টানা বর্ষণে তলিয়ে যায় রোপা আমন ও শীতকালিন সবজিরও ক্ষেত।
রবিবার সকাল পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ি ২হাজার’ হেক্টর রোপা আমন ও ২০০ হেক্টর সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নূর-ই আলম সিদ্দিকী বলেন, ‘প্রাথমিকভাবে ২হাজার’ হেক্টর রোপা আমন ও ২০০ হেক্টর সবজি ক্ষেতের ক্ষতি নিরুপণ করা গেছে। তবে ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘আমাদের কর্মীরা মাঠে কাজ করছেন এবং ক্ষয়ক্ষতির তালিকা তৈরী করছেন। পূর্ণাঙ্গ তালিকা তৈরী করলেই ক্ষতির প্রকৃত তথ্য পাওয়া যাবে।’
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আমন * দুর্ভোগ * শীতকালিন সবজি * হবিগঞ্জ
সাম্প্রতিক সংবাদ