আমেরিকাকে বাংলার মানুষ তাদের ভয় পায় না: রাশেদ খান মেনন
বরিশাল প্রতিনিধি ঃ
আমেরিকা আমাদের জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে চায়, আমেরিকা ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল। আমেরিকা নিজের দেশের মানবধিকার রক্ষা করতে পারেনা তারা আমাদের কি ভাবে পরামর্শ দেয়? বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি উজিরপুর উপজেলার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি রাশেদ খান মেনন এমপি।
রুখো আমেরিকা, রুখো বিএনপি জামাত এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৭/৯/২০২৩ ইং শনিবার বেলা ৩ টায় ৩ টায় উজিরপুর মহিলা কলেজ মাঠে আয়োজিত ওয়ার্কার্স পার্টি উজিরপুর উপজেলা কমিটির সভাপতি ফায়জুল হক বালী ফারাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় পল্যিট ব্যুরো বরিশাল জেলা কমিটির সভাপতি নজরুল হক নীলু, সাধারণ সম্পাদক সাবেক এমপি শেখ টিপু সুলতান, কেন্দ্রীয় ছাত্র মৈত্রীর সভাপতি অতুলন দাস আলো বক্তব্য রাখেন, জেলা কমিটির সদস্য জহিরুল ইসলাম টুটুল, এইচ এম হারুন, জাহিদ হাসান, উজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও ওয়ার্কার্স পার্টি উজিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিমা রানি শীল প্রমুখ।
সভায় উজিরপুর উপজেলার নেতৃবৃন্দ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ২ উজিরপুর বানড়ীপারা থেকে ওয়ার্কার্স পার্টি থেকে হাতুরী প্রতিকে প্রার্থী দেবার দাবী জানান।
আগামী নির্বাচনে ১৪ দলীয় জোটগত ভাবে নির্বাচন করার দৃড় প্রত্যয়ের কথা জানিয়ে আমেরিকার সাম্রাজ্যবাদের বিরোধীতা করে সরকারের উন্নয়ন অগ্রযাত্রার ধারা অব্যহত রাখার কথা বলেন।