বেসরকারি শিক্ষক নিবন্ধনে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে এনটিআরসিএ
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিবন্ধন প্রক্রিয়ায় পরিবর্তন আনতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।এখন থেকে শূন্য পদের বিপরীতে নিবন্ধন সনদ দেবে সংস্থাটি।
২০০৫ সালে এনটিআরসিএর যাত্রা শুরুর পর বিষয়ের বিপরীতে শিক্ষক নিবন্ধনের সনদ দিত সংস্থাটি। তবে এই রীতি ভাঙতে যাচ্ছে সংস্থাটি।
বিষয়ের পরিবর্তে পদের বিপরীতে নিবন্ধন সনদ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেলে ১৮তম নিবন্ধন থেকেই এটি কার্যকর করা হবে।
এনটিআরসিএর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তির খসড়া পদের বিপরীতে নিবন্ধন সনদের বিষয়টি উল্লেখ করা হয়েছে। নতুন পদ্ধতির পরীক্ষা নিতে পদের ভিত্তিতে নিবন্ধন পরীক্ষার সিলেবাস তৈরি করা হচ্ছে।
এছাড়া এমপিও নীতিমালা সংশোধনে সমপর্যায়ের শিক্ষক-প্রভাষক পদের যোগ্যতায় সামঞ্জস্যতা আনা হচ্ছে। এ বিষয়টিও ১৮তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে।
এ বিষয়ে এনটিআরসিএর সচিব মো. ওবায়দুর রহমান বলেন, এতদিন বিষয়ভিত্তিক নিবন্ধন সনদ দেয়া হলেও এখন থেকে পদভিত্তিক দেয়া হবে। ১৮তম নিবন্ধন থেকেই এটি কার্যকর করা হবে।
তিনি আরও বলেন, আমরা বেশ কয়েকটি পদের সিলেবাস প্রস্তুত করে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে এটি কার্যকর করা হবে।