শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

মহেশপুরে ৪০৬ বোতল ফেন্সিডিল ও মাইক্রোবাসসহ দু‘ মাদক ব্যবসায়ী আটক

 

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:

ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমান ফেন্সিডিল ও মাইক্রোবাসসহ দু‘ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

রোববার রাতে সীমান্তবর্তী শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ বাজার এলাকা থেকে ৪০৬ বোতল ফেন্সিডিল তাদের ব্যবহার কৃত মাইক্রোবাসসহ ফেন্সিডিল ব্যবসায়ী মাসুম মোড়ল (৩০)ও ইমরান নাজিরকে (৩৮) আটক করা হয়। আটকৃত মাসুম মোড়ল ও ইমরান নাজিরের বাড়ি যশোর জেলায়।

ঝিনাইদহ পুলিশ সুপার আজিম-উল-আহসান সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, মাদকদ্রব্য উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ চেকপোষ্ট বসিয়ে নিয়মিত সন্দেহ ভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশী কার্যক্রম পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় রোববার রাতে মহেশপুর উপজেলার গুড়দাহ বাজারে চেকপোষ্ট পরিচালনা কালে সন্দেহভাজন একটি মাইক্রোবাস গতিরোধ করে তল্লাশী করা হয়। এ সময় গাড়ির পেছনে ৩ টি বস্তার ভেতর থেকে ৪০৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * মহেশপুর * মাদক ব্যবসায়ী আটক
সাম্প্রতিক সংবাদ