আগৈলঝাড়ায় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ১৫ জন আহত
বরিশাল প্রতিনিধি:
আগৈলঝাড়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ২/৯/২০২৩ ইং সোমবার দুপুরে আগৈলঝাড়া-পয়সারহাটের ফুল্লশ্রী এলাকার মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, বরিশাল থেকে পয়সারহাটগামী ঝিনুক পরিবহনের একটি যাএী বাহী বাস (বরিশাল মেট্রো-ব ১১০০-৪৭) এবং বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-২৩০৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রায় ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।