বাকেরগঞ্জে দুই শিশুর হাফেজী পড়ার দায়িত্ব নিলেন চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খোকন

 ( বরিশাল)  প্রতিনিধি:
বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের অসুস্থ প্যারালাইজড রোগী জয়নাল হাওলাদারের অসহায় পরিবারের দুই ছেলের খরচের অভাবে লেখাপড়া বন্ধ করে দিয়েছিলো তার পরিবার। বিষয়টি জানতে পেরে ওই দুই ছেলের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন ভরপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খোকন।
২/১০/২০২৩ ইং সোমবার সকালে তিনি প্যারালাইজড রোগে আক্রান্ত ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী ৩ নং ওয়ার্ডের জয়নাল হাওলাদার এর দুই ছেলে মো:তারিকুল ইসলাম হাওলাদার ও মো:শাকিব হাওলাদারকে ভরপাশা ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে আসেন।  মো: তারিকুল ইসলাম হাওলাদার ও মো: শাকিব হাওলাদার পরিষদে উপস্থিত হলে  তাদের দুই ভাইকে নতুন পোশাক পরিধানের মাধ্যমে কোরআনে হাফেজি লেখাপড়ার জন্য কৃষ্ণকাঠী ১ নং ওয়ার্ডের বায়তুল রাসূল নেছারিয়া হাফিজি মাদ্রাসা ও লিল্লাহ্ বোডিং ভর্তি করে দিয়েছেন ভরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খোকন।
অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকা প্যারালাইজড রোগী জয়নাল হাওলাদার বলেন, আমি দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি। আমাদের অভাবের সংসারে দু’বেলা দুমুঠো ভাত খেতে খুব কষ্ট হয়। আমাদের এই অভাবের কারণে আমার সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহর অশেষ রহমতের মাধ্যমে আমাদের চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খোকন আমার পরিবারের সদস্যদের খবর দিয়ে আমার দুই ছেলেকে নতুন পোষাক দিয়েছে এবং তাদের লেখাপড়ার সকল খরচের দায়িত্ব নিয়েছেন। আমাদের পরিবারের যেকোন সহযোগিতার প্রয়োজন হলে সরাসরি তার সাথে যোগাযোগ করতে বলেছেন চেয়ারম্যান।
ভরপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খোকন জানান, আমি স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, কৃষ্ণকাঠী ৩নং ওয়ার্ডের জয়নাল হাওলাদার দীর্ঘ দিন যাবত প্যারালাইজড হয়ে বাড়িতে কষ্টে জীবনযাপন করছেন। তাদের অভাবের কারণে তার মাছুম দুটি সন্তানের লেখাপড়া বন্ধ করে দিয়েছে। বিষয়টি শুনে আমার খুব খারাপ লাগে। আমি তাদের পরিবারের সদস্যদের ডেকে ওই সন্তানদের সম্পূর্ণ লেখাপড়ার দায়িত্ব নিয়েছি এবং তাদের নতুন পোশাক পরিধানের মাধ্যমে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। বাবার অসুস্থতার কারণে টাকার অভাবে দুটি নিষ্পাপ শিশুর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে বিষয়টি আমার বিবেকে বাদা দিচ্ছিল বারবার। আমার অনুরোধ সমাজের আনাচে কানাচে এভাবে অনেক তরিকুল ও শাকিব আছে। সমাজের বৃত্তবান ব্যক্তিদের কাছে আমার দাবী থাকবে সবাই যে যার স্থান থেকে আপনাদের আশেপাশে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খোকন * বাকেরগঞ্জে দুই শিশুর হাফেজী
সর্বশেষ সংবাদ