মধ্যনগরে প্রায় দু’লক্ষ টাকার চিনি সহ আটক-১
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৪৪ বস্তা চিনি সহ এক চোরাচালানীকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।পহেলা অক্টোবর শনিবার গভীর রাতে থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গুলগাঁও গামের শাহজাহান মিয়ার বসত ঘর হতে ৫০কেজি ওজনের ৪৪ বস্তা চিনি ও ঐ কারবারি আটক হয়।জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় এক লক্ষ আটানব্বই হাজার টাকা।
আটককৃত আসামী ববংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলগাঁও গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো.খোকন মিয়া (২৫)। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এম এমরান হোসেন বলেন,আটককৃত চোরাকারবারির বিরুদ্ধে চোরাচালান বিরোধী মামলা রুজু প্রক্রিয়াধীন।