শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

বাগেরহাটে পৌর কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতার হাতে সাংবাদিক মারপিটের শিকার 

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের পৌরসভায় নিজের জমির গাছ কাটা কে বাধা দিতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতাও কাউন্সিলর এর হাতে সাংবাদিক মারপিটের শিকার হয়েছে। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। এই ঘটনায়  প্রেসক্লাবের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করা হয়েছে।
বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও সাংবাদিক আলামিন খান সুমন কার খারদ্দার গ্রামে তার নিজ জমির গাছ কাটার খবর পেয়ে সেখানে গিয়ে গাছ কাটা বাধা দেয়। এটা ক্ষিপ্ত হয়ে বাগেরহাট পৌরসভার কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতা খান আবু বক্কার সিদ্দিক সুমন কে যেখানে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারপিট করে।  খবর পেয়ে প্রেস ক্লাবের সদস্যরা সেখানে গেলে তাদের সামনে সুমনকে কাউন্সিলর খান আবু বক্কার হত্যার হুমকি দেয়। এই ঘটনায় সাংবাদিক সুমন বাগেরহাট আড়াইশো বেড হাসপাতালে চিকিৎসা নিয়ে সদর মডেল থানায় একটা অভিযোগ দাখিল করেছে।  রাতে বাগেরহাট প্রেস ক্লাবে জরুরী সবার আহবান করা হয়েছে। অপরদিকে সাংবাদিক সমাজ এই নেককার জনক ঘটনার নিন্দা জ্ঞাপন ও শ্রমিক লীগ নেতার শাস্তি দাবি করেছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * বাগেরহাটে পৌর কাউন্সিলর * শ্রমিক লীগ নেতা * সাংবাদিক মারপিটের শিকার
সাম্প্রতিক সংবাদ