সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর মরা সমবায় সমিতির সদস্যরা প্রকাশিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে।
শনিবার দুপুর ১২ টার দিকে মধ্যনগর প্রেসক্লাবে প্রকাশিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করেন মির্জাপুর মরা সমবায় সমিতির সদস্যরা । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই সমিতির সদস্য মো: শাহিনূর আলম।
লিখিত বক্তব্যে বলা হয়,’গত ২৯ সেপ্টেম্বর কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে আমার বাবা মরম আলীর বিরুদ্ধে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের ‘মরা সমবায় সমিতি’র প্রকৃত সদস্যদের বাদ দিয়ে রেজিস্ট্রেশনের পায়তারা করার অভিযোগ এনে সংবাদ প্রকাশিত হয়েছে। মির্জাপুর গ্রামের মাসুদ মিয়া নামের এক ব্যক্তির সংবাদ সম্মেলনের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশিত হয়।
৩৭ বছর আগে ওই সমিতিটি মির্জাপুর গ্রামের ৫৯ জন সদস্য নিয়ে শুরু হয়েছিল। পরবর্তীতে সদস্যের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে আরও দুজন সদস্যকে অন্তর্ভূক্ত করা হয়। বতর্মানে সমিতির সদস্য সংখ্যা ৬১ জন। আমার বাবা ওই সমিতির কোষাধ্যক্ষ হিসেবে নিষ্টার সাথে দায়িত্ব পালন করছেন। অথচ প্রকাশিত সংবাদে বলা হয়, মির্জাপুর গ্রামবাসীর অর্থায়নে নাকি ওই সমিতি গঠন করা হয়। সংবাদে সমিতির বতর্মান ফান্ডের যে বিবরণ দিয়েছেন তা প্রকৃত ফান্ডের সাথে বড়ই বেমানান। এছাড়াও সংবাদে আমার বাবার নেতৃত্বে একটি মধ্যস্বত্বভোগী সমিতির সকল সদস্যকে বাদ দিয়ে নাকি রেজিস্ট্রেশনের পায়তারা চালাচ্ছে এবং গ্রামবাসীর পক্ষ থেকে সকল সদস্যদের অন্তর্ভুক্ত করে রেজিস্ট্রেশনের দাবি জানালে আমার বাবা নাকি তা অস্বীকার করেছে। শুধু তাই নয় ওই কুচক্রি মহলের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সমবায় কর্মকর্তা গত ১০ সেপ্টেম্বর সরেজমিন তদস্ত করলে মাসুদ তাদের স্বপক্ষে কোনো প্রমাণাদি দেখাতে পারেনি।
প্রকৃতপক্ষে সত্য এটাই যে, গ্রামের সকলের অর্থায়নে এ সমিতি গঠিত হয়নি। যেখানে বর্তমানে সমিতি পরিচালনার সভাপতি ও সম্পাদকসহ পরিচালনা কমিটি রয়েছে সেখানে একা আমার বাবার বিরুদ্ধে এমন অভিযোগ আনা মিথ্যাচার ছাড়া কিছুই নয়। বতর্মানে সমিতিটি সমবায় থেকে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু ওই কুচক্রী মহল মিথ্যা অভিযোগ দিয়ে রেজিস্ট্রেশন কার্যক্রমে অহেতুক বিঘ্ন ঘটাচ্ছে। আমি এমন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।