আগৈলঝাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উৎযাপন
বরিশাল প্রতিনিধি ঃ
আগৈলঝাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০/৯/২০২৩ ইং শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্য়ালয়ের আয়োজিত উপজেলা পরিষদ চত্তর থেকে এ উপলক্ষে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্ত্বরে এসে সমাপ্তি হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন’র সভাপতিত্বে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
“বিনিয়োগ অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার” এই প্রতিপাদ্য বিষয়ের উপরে বক্তব্য রাখেন সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ দৌলাতুন নেছা নাজমা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আয়শা খাতুন, সাংবাদিক এসএম ওমর আলী সানি, এইচ এম মাসুম, এসআই মিল্টন মন্ডল, শিক্ষক মিজানুর রহমানসহ প্রমুখ।
সভা শেষে কবিতা আবৃত্তি ও দেশত্মবোধক গান পরিবেশন এবং অতিথিবৃন্দরা কন্যাশিশুর মাঝে পুরস্কার বিতরন করা হয়।