আগামীকালের কৃষক লীগের মহাসমাবেশে মির্জা ফখরুলকে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ জানালেন তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ
আগামীকাল শনিবার রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে কৃষক লীগের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আগামীকাল বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক লীগ মহাসমাবেশের ডাক দিয়েছে। আপনি কালকের সমাবেশে আসেন এবং দেখেন, চাইলে আপনাকে বক্তৃতারও সুযোগ দেওয়া হবে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কৃষক লীগের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। উল্লেখ্য, ১৯৭২ সালে কৃষক লীগ প্রতিষ্ঠাতার পর এটাই হবে রাজধানীতে কৃষক লীগের প্রথম মহাসমাবেশ।