মহেশপুরে আন্ত:জেলা মটর সাইকেল চোর চক্রের সদস্য আটক
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:
মটর সাইকেলের তালা ভেঙ্গে চুরি করার সময় হাতে নাতে ধরা খেয়েছে আন্ত: জেলা মটর সাইকেল চোর চক্রের সদস্য নুর ইসলাম (৩৫)। পরে তাকে গন ধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক নুর ইসলাম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার করপা গ্রামের মতি মোল্লার ছেলে।
ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ১২টার দিকে মহেশপুর উপজেলার খালিশপুর তেল পাম্পের সামনে। এলাকাবাসী জানান, দুপুর ১২টার দিকে ৩ জন খালিশপুর তেল পাম্পের সামনে রাখা ডিসকভারী ২৫ ফাইভ মটর সাইকেলের তালা ভাঙ্গার সময় এলাকাবাসী ধাওয়া করে আন্ত: জেলা মটর সাইকেল চোর চক্রের সদস্য নুর ইসলামকে ধরে ফেলে। বাকি দু‘জন তাদের মটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে তাকে গন-ধোলাই দিয়ে
থানা পুলিশে সোপর্দ সোপর্দ করা হয়।
মটর সাইকেলের মালিক খালিশপুর গ্রামের সোহেল মিয়া জানান, তেল পাম্পের সামনে আমার মটর সাইকেলটি রেখে আমি কাজ করঠিলাম। এ সময় দেখি ৩ জন মটর সাইকেল চোর আমার মটর সাইকেলের তালা ভাংছে। তখন আসপাশের লোকজন ধাওয়া করে এক জনকে ধরে ফেলে।
মহেশপুর থানার এস আই দিবাকর জানান, আটক কৃত আন্ত: জেলা মটর সাইকেল চোর চক্রের সদস্য নুর ইসলামের বিরুদ্ধে মহেশপুর, কোটচাঁদপুর, ঝিনাইদহসহ বিভিন্ন থানায় তার নামে এক ডর্জন মামলা হয়েছে।