কোতয়ালী থানায় ওপেন হাউজ ডে পালিত

ক্রাইম রিপোর্টারঃ
রংপুর সদর কোতয়ালী থানায় ওপেন হাউজ ডে পালিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে থানা পুলিশ হল রুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত পুলিশ (ক্রাইম অ্যান্ড অপস) সুপার সুলতানা রাজিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছে, আইন-শৃঙ্খলা রক্ষা, জঙ্গি দমন, মাদক প্রতিরোধ ও জনগণের নিরাপত্তা বিধানে পুলিশের প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞ। মানুষের জীবন সুন্দর ও নিরাপদ রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন দূর্গা পূজা শান্তি পূর্ণভাবে পালন করার জন্য সবার সহযোগীতা প্রয়োজন। পুলিশ জনতা ভাই ভাই সন্ত্রাসী, জঙ্গি ও মাদক ব্যবসায়ীদের জায়গা নাই। কারণ পুলিশ দায়িত্ব পালনকালে জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা পেয়ে আসছে। ভবিষ্যতেও সবার সহযোগিতা নিয়ে পুলিশ দায়িত্ব পালন করবে। তিনি আতœহত্যা, মাদক, বাল্য বিয়েসহ সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন কোতয়ালী থানার ওসি তদন্ত আবু বক্কর সিদ্দিক, কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, স্থানীয় আওয়ামীলীগ নেতা সনজিৎ কুমার নারু, আওয়ামীলীগ নেতা নূরে কাওসার বকুল, চন্দনপাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও পুলিশ পরিদর্শগণ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কোতয়ালী থানায় ওপেন হাউজ ডে পালিত
সর্বশেষ সংবাদ