অতি দ্রুত বাস্তবায়িত হবে মূলাদীর মীরগঞ্জের আড়িয়াল খা নদীর ওপর সেতু: আবুল হাসনাত আবদুল্লাহ

 

বরিশাল  প্রতিনিধি:

বরিশালের মেহেন্দীগঞ্জ, হিজলা ও মূলাদী উপজেলার সাথে সড়ক পথে যাতায়াতের একমাএ প্রতিবন্ধকতা মীরগঞ্জের আড়িয়াল খা নদী। প্রতিদিন অনকে ঝাক্কি ঝামেলা নিয়া  এ নদী পারাপার হতে হয় সংশ্লিষ্ট তিন উপজেলার  হাজার হাজার জনসাধারনের। এই এলাকার উন্নয়নের কথা মাথায় রেখে বর্তমান সরকার ১৬শত কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খাঁ নদীর উপরে  সেতু বাস্তবায়নের প্রকল্প হাতে নিয়েছে।

এবং খুব দ্রুতই এই সেতু বাস্তববায়ন হবে বলে জানিয়েছেন  হাসানাত আব্দুল্লাহএমপি।

তিনি বলেন বর্তমান সরকার বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চলের জন্য  ব্যাপক উন্নয়ন সাধন করেছে।  এবং এই উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে।

এই সরকারের অধীনে আর একটি উন্নয়নের  ছোয়া পেতে  যাচ্ছে বরিশাল জেলার ৪ টি উপজেলার মানুষের স্বপ্নের আড়িয়াল খাঁ নদীর উপরে সেতু নির্মানের কাজ। বরিশাল থেকে রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী সড়কের  আড়িয়াল খাঁ নদীর উপর সেতু নির্মান প্রকল্পের উন্নয়ন প্রস্তাবে (ডিপিপি) তে প্রেরন হচ্ছে।

এই সেতু টি ১৬শত কোটি টাকা ব্যয়ে নির্মান ব্যয় ধার্য করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে বলে জানান পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি মাননীয় মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।

দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় মীরগঞ্জের প্রতিদিনের ফেরি পারাপারের সাধারণ মানুষের ভোগান্তি থেকে রেহাই পাবে। সেতু হওয়ার সংবাদে  মুলাদী-হিজলা-মেহেন্দিগঞ্জের এই তিন উপজেলার মানুষের মধ্যে আনন্দের ছোয়া বইছে।

বরিশাল জেলা আওয়ামিলীগের সভাপতি  মন্ত্রী আবদল হাসানাত আব্দুল্লাহর এমপির প্রচেষ্টায় তার পরিকল্পনা অনুযায়ী আড়িয়াল খাঁ নদীর উপর সেতু নির্মানের কাজের প্রকল্প বাজেটের আওতায় এনে ডিপিপি তে সুপারিশ প্রাপ্ত হচ্ছে তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আবুল হাসানাত আব্দুল্লাহ কে ৪ টি উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক মহল সহ সাধারণ মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আড়িয়াল খা নদী * আবুল হাসানাত আব্দুল্লাহ * সেতু
সর্বশেষ সংবাদ