পবিপ্রবিতে আলোকতরী সাংস্কৃতিক সংগঠনের নতুন সভাপতি তুহিন ও সম্পাদক কানিজ
পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) এর অন্যতম সাংস্কৃতি সংগঠন ‘আলোকতরী সাংস্কৃতিক সংগঠন’। যেখানে নাচ, গান, অভিনয়, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয় চর্চা করা হয়।
২২ সেপ্টেম্বর(শুক্রবার) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে সংগঠন কর্তৃক নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নতুন কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনটির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নিউট্রিশন ও ফুড সায়েন্স অনুষদের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তুহিন হোসেন সুমন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী কানিজ ফাতিমা।
সংগঠনটির প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আলী, গত কমিটির সভাপতি শাহজাহান শেখ ও সাধারণ সম্পাদক আহম্মেদ সোহেল আমিন সাকিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উল্লেখ্য যে, আলোকতরী সাংস্কৃতিক সংগঠন ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়।