শিরোনাম
মানসিক চাপ হলেই কেন মুখে ব্রণ বাড়ে, সমাধান কী?   » «    যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে চন্দ্রপাড়া দরবার শরীফের ওরছ অনুষ্ঠিত   » «    সিলেটের কোয়ারি থেকে বালু-পাথর তোলার অনুমতি নিয়ে শুরু হয়েছে চক্রান্ত   » «    শব্দদুষনে অতিষ্ঠ সিলেটবাসী, বাড়ছে নানা রোগ   » «    ইনফ্লুয়েন্সার তনির স্বামী আর নেই   » «   

গৌরনদীতে দুই বাসের সংঘর্ষে ১ জন নিহত, আহত ১০ জন

 

 

বরিশাল  প্রতিনিধিঃ

গৌরনদীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে জন নিহত  ও ১০ জন আহত হয়েছে।  ২২/৯/২০২৩ ইং শুক্রবার  দুপুরে ১২ টার দিকে গৌরনদীর বার্থীবাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় দেলোয়ারা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়।  নিহতের কাছে থাক পাসপোর্টে  তার পরিচয় পাওয়া যায়। বরিশাল বিমান বন্দর থানার থানার বালিয়াখালির চুলচর গ্রামে। তার স্বামীর নাম নুর আলম।

সূত্রে জানা গেছে, ১২টার দিকে ঢাকা থেকে যাতায়ত পরিবহনের একটি বাস বরিশালে আসছিল। বার্থী বাসস্ট্যান্ডে পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী গুনগুন পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি বাসের প্রায় ১০ জন যাত্রী আহত হয়। গৌরনদী ফায়ার সার্ভিসের টিম ও হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * গৌরনদীতে দুই বাসের সংঘর্ষ
সাম্প্রতিক সংবাদ