রাজধানীতে মাছ, মাংশ, মুরগী,সবজি ও মসলার বাজারে আগুন : স্বস্তিতে নেই সাধারন মানুষ

স্টাফ রিপোর্টারঃ
দীর্ঘদিন ধরেই স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে। মাছ-মাংস, কাঁচাবাজার, এমনকি মসলাজাত পণ্যে বাজারেও বেড়েছে অস্বস্তি।
বিভিন্ন সময় নানা পণ্যের দাম কিছুটা ওঠানামা করলেও বাজার ছুটছে ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে নতুন করে সবজির বাজার চড়া। বৃষ্টির কারণে হঠাৎ করেই রাজধানী ঢাকার বিভিন্ন বাজারে নানা সবজির কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা।
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ন্যূনতম ৬০ টাকার কমে তেমন কোনো সবজি মিলছে না। শুধু পেঁপে আর মিষ্টি কুমড়ার কেজি ৪০-৫০ টাকার আশেপাশে।
আজ ঢাকার বাজারে কেজিতে টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা, আলু ৫০-৬০ টাকা, গোল বেগুন ৮০-৯০ টাকা, বরবটি ১০০, ঢ্যাঁড়স ৬০, পটল ৬০, ঝিঙা ৮০, উস্তা ১০০ ও কচুর লতি ৮০ ও গাজর প্রতি কেজি ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এছাড়া প্রতি পিস জালি ৬০ টাকা ও লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। মূলা প্রতি কেজি ৬০ টাকা, ধুন্দল ৬০ টাকা, কচুর মুখি ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
 অপরদিকে কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকা, শসা প্রতি কেজি ৬০ টাকা ও কাঁচা মরিচ ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
অপরদিকে সম্প্রতি ডিমের দাম হঠাৎ করে বেড়ে যায়। ডজনে দাম হয়ে গিয়েছিল ১৮৫ টাকা। তবে বর্তমানে প্রতি কেজিতে ফার্মের মুরগির ডিম হালিতে বিক্রি হচ্ছে ৫০ টাকা। এছাড়া হাসের ডিমের হালি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারে গিয়ে দেখা গেছে, স্থানভেদে ২২০ থেকে ২৫০ টাকা কেজি দরে পাঙ্গাস বিক্রি হচ্ছে। বড় ও মাঝারি তেলাপিয়া ২৩০ টাকা থেকে ২৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এক কেজির রুই-কাতলার দাম হাঁকানো হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকা কেজি। দুই থেকে আড়াই কেজি ওজনের রুই-কাতলার মাছের দাম প্রতি কেজি ৩৭৫ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া স্থানভেদে শোল মাছ প্রতি কেজি ৬০০-৬৫০ টাকা এবং শিং মাছ ও বাইলা মাছ প্রতি কেজি প্রকারভেদে ৬০০-৬৭০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে মাংসের বাজারে গিয়ে দেখা গেছে, ব্রয়লার মুরগির দাম বেড়েছে। ১৭০ থেকে ১৮০ টাকা থেকে হঠাৎ ২১০ থেকে ২২০ টাকায়  বিক্রি হচ্ছে।
 এছাড়া বাড়তি আছে লেয়ার মুরগির দামও, কেজিতে ৩৪০-৩৫০ টাকা এবং পাকিস্তানি মুরগি ৩৪০-৩৫০ টাকা কেজি।
অপরদিকে দেশি মুরগি কিনতে কেজিতে খরচ হচ্ছে ৫৫০ থেকে ৭০০ টাকা। গরুর মাংস ৮০০ টাকা, খাসির মাংস ১১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। স্থানভেদে কম-বেশি দামে এসব পণ্য বিক্রি হচ্ছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মসলার বাজারে আগুন * মাছ * মাংশ * মুরগী * রাজধানী * সবজি * স্বস্তিতে নেই সাধারন মানুষ
সর্বশেষ সংবাদ