পীরগাছায় দ্বিতীয় ধাপে পোনামাছ অবমুক্তকরন

 

পীরগাছা, রংপুর প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় রাজস্ব বাজেটের আওতায় ২০২৩-২৪ আর্থিক সালে দ্বিতীয় ধাপের পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত পুকুরে মাছ অবমুক্তকরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক
সুমন।

উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন সাবেক জেলা মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ফেরদৌস আলী, ইউপি চেয়ারম্যান আবুল বাশার, তাজহাট মৎস্য খামার ব্যবস্থাপক সেলিনা ইয়াসমিন, উপজেলা মৎস্য অফিসার মাহবুব-উল-আলম সরকার, সমাজসেবা অফিসার এনামুল হক, স্থানীয় মৎস্যজীবী ও মৎস্য চাষিগণ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব-উল-আলম সরকার বলেন, রাজস্ব বাজেটের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে দ্বিতীয় ধাপে কার্প জাতীয় ৩৩০ কে‌জি পোনামাছ অবমুক্ত করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * পোনামাছ অবমুক্ত * রংপুর
সর্বশেষ সংবাদ