সৈয়দপুর প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি, সা. সম্পাদক হলেন কুতুব উদ্দীন ও ওমর ফারুক সাগর
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
উত্তরবঙ্গের বৃহত্তম অত্যাধুনিক সুপার মার্কেট নীলফামারীর ‘সৈয়দপুর প্লাজা’ ব্যবসায়ী সমিতির দ্বি বার্ষিক নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপণার মধ্য দিয়ে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এতে ৪৬৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উক্ত নির্বাচনে সভাপতি পদে শেখ কুতুব উদ্দীন ও সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক সাগর নির্বাচিত হয়েছেন। ১৯ সদস্য বিশিষ্ট কমিটির ১৭ টি পদের বিপরিতে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে কার্যকরী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মনজুয়ারা বেগম ও শাহানাজ পারভীন।
অন্যান্য পদে নির্বাচিত হয়েছে সিনিয়র সভাপতি আখতারুজ্জামান সরকার মুকুল, সহ-সভাপতি সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনু, সহ-সাধারণ সম্পাদক মুকুল হোসেন, কোষাধক্ষ আরমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক আরমান শেখ পাখি, প্রচার সম্পাদক আসফাক আহমেদ, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কমল সরকার।
এছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম, মো. জাহিদুল, দিদানুর রহমান মিজান, মাহবুব আলম ও মো. মাহাতাব। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আনোয়ারুল ইসলাম ও যুগ্ম আহবায়ক ওয়ারেস আলী। নির্বাচনে রিটার্ণিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন লক্ষনপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা।