মধ্যনগরে বিট পুলিশিং সভায় নবাগত ওসি এমরান
মধ্যনগর, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় মাদক,জোয়া,চোরাচালান, ইভটিজিং, বা ল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ, না রী ও শিশু নির্যাতন, প্রতিরোধের লক্ষে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
৭সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ এর সভাপতিত্বে ও মধ্যনগর থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন। মধ্যনগর থানায় নবাগত অফিসার ইনচার্জ নিযুক্ত হওয়ার পর এই প্রথম বিট পুলিশং সভা অনুষ্ঠিত।
এছাড়াও বক্তব্য ও উপস্থিত ছিলেন বংশীকুন্ডা কলেজের অধ্যক্ষ নূরুল আমিন, প্রভাষক সোনিয়া খানম, বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মহিবুল কিবরিয়া তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মঞ্জুরুল হক, বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুরঞ্জন সরকার, দৈনিক মানবজমিন মধ্যনগর প্রতিনিধি অমিত হাসান রাজু,দৈনিক কালের কন্ঠ মধ্যনগর প্রতিনিধি আল আমিন সালমান প্রমুখ।