খুলনায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে জন্মাষ্টমী উদযাপিত
খুলনা জেলা প্রতিনিধি:
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম আবির্ভাব তিথি জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা ও বিশেষ প্রার্থনা সভা আজ বুধবার (৮ই) সেপ্টেম্বর বেলা ১১ ঘটিকায় নগরীর বাগমারাস্থ সার্বজনীন শ্রী শ্রী গোবিন্দ মন্দিরে অনুষ্ঠিত হয়।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টির নান্টু রায়ের সভাপতিত্বে ও মনতোষ কুমার মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, প্রধান বক্তা ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, সরোজ কুমার মিস্ত্রি, উপ-প্রকল্প পরিচলক, মৎস্য অধিদপ্তর, খুলনা, হরেকৃষ্ণ অধিকারী সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন খুলনা, দেবাশীষ কর্মকার, সভাপতি গীতা সংঘ, খুলনা, তপন কুমার ঘোষ, সভাপতি বাগমারা মন্দির পরিচলনা কমিটি, স্বাগত বক্তব্য রাখেন পর্না রায় চৌধুরী, এপিডি, হিন্দু র্ধমীয় কল্যাণ ট্রাস্ট, খুলনা জেলা কার্যালয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মিহির রঞ্জন হালদার বলেন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন মানব জাতির পথ প্রদর্শনকারী, তিনি দুষ্টের বিনাস ও ধর্ম রক্ষার জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, তিনি আরো বলেন ধর্ম শুধু পালন করলে হবে না, হৃদয়ে ধারন করতে হবে তবেই মুক্তি সম্ভব। প্রতিটি ঘরে ঘরে ধর্মের চর্চা করতে হবে, কর্মের পাশাপাশি ধর্মের চর্চাও করতে হবে, তবেই হানাহানি মুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
প্রধান বক্তা প্রফেসর সাধন রঞ্জন ঘোষ বলেন, যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশিত পথে আমাদের চলতে হবে, তিনিই আমাদের বুদ্ধি প্রেরণা দাতা, তিনিই ছিলেন মানবজাতির মুক্তির দুত।
সভার শুরুতে উত্তরীয় পরিয়ে আগত অতিথিদের বরণ করা হয়। পরে মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে সভা কাজ শুরু হয়। আলোচনা সভার শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।