শিরোনাম
জামায়াত ইসলামীর প্রতি রিজভী প্রশ্ন: আপনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন, স্বাধীনতায় আপনাদের ভূমিকা কি ছিল?   » «    শওকত ওসমান: বৈষম্যবিরোধী এবং মানবতার আলোকবর্তিকা   » «    গৃহকর্মীদের সুরক্ষা ও জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা   » «    সাদ্দাম হলের অব্যবস্থাপনায় ভোগান্তি শিক্ষার্থীদের   » «    রাজধানীতে বেড়েছে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে   » «   

সংবাদ প্রকাশের পর সেই ভুয়া মেশিন ডাক্তারের লাখ টাকা জরিমানা, চেম্বার সিলগালা

লক্ষ্মীপুর প্রতিনিধি:

বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সেই ভূয়া মেশিন ডাক্তার (হাতুরে ডাক্তার) আবু তাহের সিদ্দিকের ১ লাখ টাকা জরিমানা আদায় ও তার চেম্বার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর (৪ সেপ্টেম্বর) উপজেলার চর আবাবিল ইউপির (বাসাবাড়ী-হায়দরগঞ্জ সড়ক) দক্ষিন উদমারা গ্রামের হাজি ষ্ট্রেশন এলাকায় হাজি মেডিকেল হলে সনদ ছাড়া ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখার অপরাধে তাকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল ইকবাল। এ সময় সহযোগিতা করেন রায়পুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বাহারুল আলম ও রায়পুর থানা পুলিশের দুই এসআই।

উল্লেখ্য- গত ১৭ আগষ্ট হাতুরে চিকিৎসকের কাণ্ড রায়পুরে এক ব্যাবস্থাপত্রে ১২ হাজার ওষুধ ! এই শিরোনামে দৈনিক ও স্থানীয় পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এর পরই বিষয়টি নজরে আসে প্রশাসনের।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বাহারুল আলম বলেন, আবু তাহের একজন ভূয়া চিকিৎসক। নীজেকে ডাক্তার পরিচয় মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। সে রোগীদের সাথে প্রতারনা করছে। অভিযানের সময় চিকিৎসা দেওয়ার কোনো নিবন্ধন দেখাতে পারেনি সে। তাই অপচিকিৎসার দায়ে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা ও চেম্বার সিলগালা করে দেওয়া হয়েছে।

আর কোন রোগী না দেখার লিখিত মুচলেকাও নেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল ইকবাল বলেন, জরিমানার অর্থ পরিশোধ ও ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে মুচলেকা দেওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * অপচিকিৎসা * চেম্বার সিলগালা * ভুয়া মেশিন ডাক্তারের লাখ টাকা জরিমানা * রোগীদের সাথে প্রতারনা
সাম্প্রতিক সংবাদ