দেশের ভিত্তি তৈরি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: সেলিমা রহমান

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র সাড়ে তিন বছর তলাবিহীন ঝুড়ি থেকে দেশের ভিত্তি তৈরি করেছেন। তিনি বহুদলীয় গণতন্ত্রে প্রবক্তা। আর বর্তমান সরকার গণতন্ত্র হরণকারী, তারা ভোটারবিহীন নির্বাচনের মধ্যে ক্ষমতায় এসে বাকশালী শাসন কায়েম করেছে। দেশে বর্তমানে গুম, খুন, ধর্ষন বেড়ে গেছে, সাংবাদিকদের কন্ঠ রোধ করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে।
তিনি বলেন, ১৪ সালের মতো ভোটার বিহীন নির্বাচন এদেশে আর হতে দেওয়া হবে না। অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজন করতে হবে। আজ ৩রা সেপ্টেম্বর (রবিবার) খুলনা প্রেসক্লাবে  খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন,  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুদুর বিদেশের মাটিতে থেকেও দলকে সুসংগঠিত করে চলেছেন, বর্তমানে দল আগের থেকে আরো বেশি সংঘবদ্ধ, বিএনপি ক্ষমতায় জেতার জন্য নয়, দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য সংগ্রাম করছে। গত  পহেলা সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে খুলনায় সব থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করায় তিনি খুলনা বিএনপি নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
খুলনা মহানগর বিএনপির সভাপতিত্বে ও জেলা বিএনপি’র সদস্য সচিব এস এম মনিরুল ইসলাম বাপ্পি’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্য ইসলাম আমিত, বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন  বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি’ যুগ্ম আহবায়ক শেখ আবু হোসেন বাবু।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা বিএনপি’র মিডিয়া সেল কর্তৃক প্রকাশিত “প্রথম বাংলাদেশ” ক্রোড়পত্রটির মোড়ক উন্মোচন করেন উপস্থিত নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. গাজী আবদুল বারী, বাংলাদেশ মুসলিম লীগ নগর শাখার সাধারণ সম্পাদক এ্যাড. আক্তার জাহান রুকু, সাংবাদিক নেতা মুহাম্মদ আবু তৈয়ব।
সভায় আরও উপস্থিত ছিলেন স ম আবদুর রহমান, এ্যাড. নুরুল হাসান রূবা, অধ্যাপক মনিরুল ইসলাম, খায়রুল ইসলাম, কাজী মাহামুদ আলী, মোল্লা মোশাররফ হোসেন, মাহাবুব হাসান পেয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম, আশরাফুল আলম কান নান্নু, শের আলম সান্টু, শেখ শাদী, দিপক কুমার, বিকাশ মিত্র, এ্যাড তৈয়েবুর রহমান, অসিত কুমার, ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ, জাসাসের ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, যুবদলের আব্দুলাহেল কাফি শখা, শ্রমিকদলে আবু দাউদ, দ্বীন মোহাম্মদ, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম, আতাউর রহমান রুনু, কৃষকদলের মোল্লা কবির হোসেন, আকাতারুজ্জামান সজীব, মহিলা দলের এ্যাড, কানিজ ফাতিমা আমিন, তাঁতিদলের আবু সাইদ শেখ, সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ জাহিদুর রহমান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত * সেলিমা রহমান
সর্বশেষ সংবাদ