অটোরিকশা চালক হত্যার পলাতক আসামী গ্রেফতার

ক্রাইম রিপোর্টার:
অটোরিকশা চালককে হত্যার দায়ে ফাঁসির আদেশ প্রাপ্ত পালাতক দ্বিতীয় আসামী শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে কোতয়ালী সদর থানা পুলিশ। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার এসআই খায়রুল আলম র্যাব-১০ এর সহায়তায় ঢাকার উত্তরা সেক্টর-১৫ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
তার বিরুদ্ধে গঙ্গাচড়া থানার মামলা নং-১৯ তাং-২৫/০৮/১৮ জি আর ২০৫/১৮, দায়রা ৮৫৭/২০ রয়েছে। এর আগে ফাঁসির আদেশ প্রাপ্ত তার ছোট ভাই সাইফুল ইসলামকে ঢাকার কোনাবাড়ী থেকে গ্রেফতার করা হয়। দন্ডপ্রাপ্ত আসামী শফিকুল ইসলামের পিতার নাম মফিজল ইসলাম। সে হরিদেবপুৃর ইউপির পাগলাপীর গোকুলপুর ধনিপাড়া গ্রামের বাসিন্দা।
মামলা সুত্রে জানা গেছে, রংপুরের তারাগঞ্জ উপজেলার নেকিরহাট গ্রামের আব্দুল হকের ছেলে আবুল কাশেম অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। ২০১৬ সালের ২৪ আগস্ট ৪ জন ব্যক্তি তার অটোরিকশা গঙ্গাচড়া উপজেলার খলেয়া নামক স্থানে যাওয়ার কথা বলে ভাড়া নেয়।
এরপর তারা চালক আবুল কালাম আজাদকে অস্ত্রের মুখে ধান ক্ষেতে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার নিহত অটো চালক আবুল কালাম আজাদের মা মোখলেসেনা বেগম বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ রংপুরের সদর উপজেলার গোকলপুর ধনিপাড়া গ্রামের মফিজল ইসলামের দুই ছেলে শফিকুল ইসলাম ও সাইফুল ইসলামকে গ্রেফতার করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামি অটোচালককে হত্যা করে অটো ছিনতাই করার ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করে।
পরে পুলিশ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তার আগেই অভিযুক্ত দুই আসামি আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যায়। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দুই ভাইয়ের মৃত্যুদন্ড প্রদান করেন