বাকেরগঞ্জে সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় যুবলীগ নেতা বাদশার গণসংযোগ

বাকেরগঞ্জ বরিশাল:
বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা।
১৭/৯/২০২৩ ইং শনিবার তিনি উপজেলার নিয়ামতি ইউনিয়নের বাংলাবাজার, মহেশপুর, মধ্যম মহেশপুর, নিয়ামতি বাজার
রঙ্গশ্রী ইউনিয়নের রহমগঞ্জ বাজার, কালিগঞ্জ বাজার, পাদ্রীশিবপুর ইউনিয়নের নিউমার্কেট, পুইয়াউটা, ভবানীপুর বাজার, পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ ও দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।
গণসংযোগকালে তার সাথে ছিলেন কেন্দ্রিয় যুবলীগ নেতা মাজহারুল ইসলাম মনির মুন্সী, মাহমুদুল ইসলাম নোমান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ সুলতান আহমেদ, জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মনির আহম্মেদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমাম হোসেন সিকদার প্রমূখ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।
গণসংযোগকালে নেতা-কর্মীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বরিশালসহ দক্ষিণাঞ্চলে উন্নয়নের দ্বার উম্মোচন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগাবাঁকেরের স্মৃতি বিজরিত বাকেরগঞ্জ উপজেলাকে ডিজিটাল উপজেলায় রূপান্তর করতে একজন নিঃস্বার্থ সেবককে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়া জরুরী।
তিনি আওয়ামী লীগের একজন নিঃস্বার্থ কর্মী হয়ে জনগণের পাশে রয়েছেন। তিনি যতদিন বেঁচে থাকবেন আজীবন বাকেরগঞ্জবাসীর সেবা করে যাবেন। জননেত্রী শেখ হাসিনা যদি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে বরিশাল ৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকার মনোনয়ন দেয়, তাহলে তিনি নির্বাচন করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।