ভূরুঙ্গামারীতে এক ক্লিনিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২০ হাজার টাকা জরিমানা
ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:
ভূরুঙ্গামারীতে লাইসেন্স নবায়ন না থাকায় আনোয়ারা জাহাঙ্গীর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গত রবিবার (২৭শে আগস্ট) জেলা সিভিল সার্জন অফিসার ও উপজেলা সরকারী কমিশনার (ভূমি) যৌথ অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা ও অনির্দিষ্টকালের জন্য বন্ধন ঘোষণা করা হয়েছে ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গেছে, ডায়াগনস্টিক সেন্টারটির ও চিকিৎসালয়ের লাইসেন্স করা হয়েছিল ২০১৭-১৮ অর্থবছরে। অর্থাৎ চালুর পর থেকে তারা আর লাইসেন্সের নবায়ন করেনি। তাই লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভূরুঙ্গামারী সরকারী কমিশনার ভূমি মোঃ তাহমিদুল ইসলাম গনমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে ক্লিনিকের ব্যবস্থাপক আসাদুজ্জামান আসাদ বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আমাদের ক্লিনিকের কাগজপত্র কিছু ত্রুটি থাকায় ২০ হাজার টাকা জরিমানা করেছিল সেটা আমরা নগদ পরিশোধ করেছি এবং ত্রুটিযুক্ত কাগজ গুলো সংশোধন করতেছি।
এ বিষয়ে কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. মো: মন্জুর এ মুর্শেদ বলেন, ভুরুঙ্গামারীর এসিলেন মহাদয়ের নেতৃত্বে মোবাইল কোর্ট করে ঐ ক্লিনিকের প্রয়োজনীয় কাগজপত্র যা থাকার কথা তার কম পাওয়া যায় এই প্রেক্ষিতে এই ক্লিনিকটা অনির্দিষ্ট কালের জন্য চিকিৎসা কার্যক্রম বন্ধ সহ ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।