আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে সৈয়দপুরে বিএনপি’র মৌন মিছিল
সৈয়দপুর, নীলফামারী প্রতিনিধি:
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বাংলাদেশে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে মৌন মিছিল করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র উদ্যোগে বুধবার (৩০ আগস্ট) বিকালে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
মুখে কলো মাস্ক পড়ে ও কালো ব্যানার নিয়ে দলীয় কার্যালয় থেকে মৌন মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কসমুহ প্রদক্ষিণ করে। পরে বিএনপি অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে আয়োজিত এসব প্রোগ্রামে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করে।
এতে উপস্থিত ছিলেন সৈয়দপুর জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সিনিয়র নেতা এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আক্তার, সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক শওকত হায়াত শাহ, শফিকুল ইসলাম জনি, সৈয়দপুর উপজেলা সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, জেলা যুবদল আহ্বায়ক তারিক আজিজ, সিনিয়র নেতা নাদিম আশরাফ, আবু সরকার প্রমুখ।