সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে ২৩ কোটির টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার

জগন্নাথপুরে ২৩ কোটি ৩ লাখ ২৬ হাজার ২৪৬ টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বেধন করতে আসছেন স্থানীয় সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার ৬টি প্রকল্প উদ্ধোধন করবেন।
মন্ত্রী আজ বেলা ১১টায় শিক্ষা প্রকৌশল অতিদপ্তরের বাস্তবায়নে সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে উপজেলার সৈয়দপুর—শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আদর্শ কলেজে নবনির্মিত আইসিটি ও একাডেমিক ভবন উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
এরপর তিনি উপজেলার আশারকান্দি ইউনিয়নে এলজিইডি বাস্তবায়নে ৮৯ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে আউদত পূর্ব বুধরাইল আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, ১ কোটি ৩০ লাখ ৬০ হাজার ৭০০ টাকা ব্যয়ে পূর্ব তিলক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও ৮৮ লাখ ৬৬ হাজার ৬৫ টাকা ব্যয়ে চকতিলক—দাওরাই সড়কের আধা কিলোমিটার অংশে আরসিসি কাজের উদ্ধোধন করবেন।
এছাড়া উপজেলার ভবের বাজার—সৈয়দপুর—গোয়ালাবাজার সড়কের কাঁঠালখাইড় অংশে ৯ কোটি ৮৩ লাখ ৫৩ হাজার ৪৮১ টাকা ব্যয়ে পুনর্বাসন কাজের উদ্ধোধন করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এর পরদিন বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার মিরপুুর ইউনিয়নে এলজিইডি বাস্তবায়নে ৯৬ লাখ ৭৮ হাজার ২০০ টাকা ব্যয়ে ছিরামিশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও ৯০ লাখ ৯৬ হাজার ৮০০ টাকা ব্যয়ে মশাজান কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্ধোধন করবেন স্থানীয় সাংসদ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
স্থানীয় এলজিইডি প্রকৌশলী সোহরাব হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * পরিকল্পনামন্ত্রী * সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর
সর্বশেষ সংবাদ