শোক সংবাদ
শরণখোলা, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলার ঐতিহ্যবাহী রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ তালুকদার (৮৮) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওযাইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৯আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলা সদরের রায়েন্দা সেতুসংলগ্ন নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারসহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। মারগরিববাদ রায়েন্দা কেন্দ্রীয় মসজিদ ঈদগাহ মাঠে জানাজা শেষে মরহুম আব্দুল হামিদ তালুকদারকে খাদা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।