শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

সারিয়াকান্দিতে আগুনে পুড়ে ছাই হলো গরুসহ বসতঘর

সারিয়াকান্দি প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের চর-ডোমকান্দি মধ্যপাড়া আশরাফ আলী ওরফে বোচা প্রাং এর বাড়িতে সোমবার (২৮ আগষ্ট) রাত ৮ টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে গোয়াল ঘরসহ ২ টি বসতঘর পুড়ে গেছে। এছাড়াও ১টি গাভী আগুনে পুড়ে তাৎক্ষণিক মারা যায় এবং ১ টি বাছুর আগুনে দগ্ধ হয়।
মঙ্গলবার (২৯ শে আগষ্ট) সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, চর-ডোমকান্দি মধ্যপাড়া গ্রামের মৃত বজলা প্রাং এর ছেলে আশরাফ আলী ওরফে বোচা ও হাবিজার প্রাং এর পরিবারে ৩ টি ঘরের মধ্যে থাকা ধান, চাল সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে, এতে তাদের আনুমানিক ৫-৬ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে।
আগুন লাগা ও ক্ষতির বিষয়ে জানতে চাইলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুন কিভাবে লেগেছে আমরা বুঝতে পারছি না। আগুনের ধোয়া এবং শব্দ শুনে দেখতে পাই গরু রাখার গোয়াল ঘরে আগুন লেগেছে। তাৎক্ষণিক ভাবে চিৎকার করে আশেপাশের মানুষজনকে ডাকি এবং আমাদের ছেলে মেয়ে সহ বাচ্চাদের ঘর থেকে বের করি। গোয়াল ঘর থেকে বাছুর দগ্ধ অবস্থায় বের করি, কিন্তু গাভী সহ ঘরের কোনো আসবাবপত্র বের করতে পারিনি।
ফায়ার সার্ভিসকে খবর দেই, তারা আসার পূর্বেই এলাকার সকল মানুষ আগুন নিভানোর কাজে সহযোগিতা করেন এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ক্ষয়ক্ষতির বিষয়ে বিষয়ে জানতে চাইলে তারা জানান, ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা কি বলব, আমরা তো নিঃস্ব হয়ে গেছি। কিছু দিন আগে এক-দেড় লাখ টাকা খরচ করে ১ টি নতুন ঘর দেই সেই ঘর পুড়ে গেছে, ১ টি গাভী পুড়ে মারা গেছে, ঘরের আসবাবপত্র,ধান, চাল সব পুড়ে প্রায় ৫-৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  এদিকে অগ্নিসংযোগের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক।
এসময় তিনি বলেন,গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সংবাদ পাওয়ার পর আমি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি। আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। এ বিষয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, কিভাবে আগুন লেগেছে তা সঠিক ভাবে বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আগুনে পুড়ে ছাই হলো গরুসহ বসতঘর * ফায়ার সার্ভিস * সারিয়াকান্দি
সাম্প্রতিক সংবাদ