ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে জাতীয় কবির মৃত্যুবার্ষিকী পালন
সৈয়দপুর, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (২৭ আগস্ট) বিকালে দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানটির নিজস্ব চত্বরে কবিতা আবৃত্তি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
কবির জীবনীর ওপর আলোচনা সভায় সভাতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ শাবাহাত আলী। সহকারী শিক্ষক শারমিন আক্তারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সহকারী শিক্ষক মুনিরা খান ও ৭ম শ্রেণির শিক্ষার্থী সারা খাতুন।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শেষে জাতীয় কবির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মো: জুলফিকার আলী।