কালিয়াকৈরে তিতাসের উচ্ছেদ অভিযানের সময় ৩ হাজার পিস ইয়াবাসহ আটক-২

কালিয়াকৈর প্রতিনিধি‌‌:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় মঙ্গলবার দুপুরে তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে আপন টাওয়ারের একটি ভবনের বারান্দা থেকে ৩ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট ফেলা দেওয়া
হয়।

পরে মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা ইয়াবা ট্যাবলেট গুলো উদ্ধার করেন এবং ওই ঘটনায় আরো দুজনকে আটক করেছে থানা
পুলিশ। আটককৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণবাড়িয়া এলাকার হাবিবুর রহমানের ছেলে মানিক হোসেন (২৬) একই এলাকার আলিফ হোসেনের স্ত্রী সুমাইয়া রহমান (২৩)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সফিপুর এলাকায় মঙ্গলবার দুপুরে তিতাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে সফিপুর এলাকায় আপন টাওয়ারে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য কার্যক্রম চলাকালীন সময়ে ওই ভবনের তৃতীয় তলার বারান্দা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ভবনের নিচে ফেলে দেওয়া হয়।

পরে বিষয়টি অবৈধ সংযোগ বিচ্ছিন্নকারী তিতাসের কর্মকর্তাদের নজরে এলে তারা বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানান। পরে তিতাসের ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়াকৈর থানায় খবর দিলে মৌচাক পুলিশ ফাঁড়ির দুইজন সদস্য ঘটনাস্থলে গিয়ে ইয়াবা ট্যাবলেট সহ দুই জনকে আটক করেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ৩ হাজার পিস ইয়াবাসহ আটক-২ * কালিয়াকৈর * তিতাসের উচ্ছেদ অভিযান
সর্বশেষ সংবাদ