হবিগঞ্জে আহত ওসিকে দেখতে হাসপাতালে আইজিপি
হবিগঞ্জ প্রতিনিধি:
বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গত ১৯ আগস্ট বিকেলে হবিগঞ্জে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব চোখে আঘাতপ্রাপ্ত হন। পরে ২০ আগস্ট উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর শেরে-বাংলা নগর এলাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নিতে হাসপাতালে আসেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকালে আহত হবিগঞ্জ মডেল থানার ওসি অজয় চন্দ্র দেবের চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন। এছাড়া দায়িত্বরত চিকিৎসকের কাছে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান। ওসি অজয় চন্দ্রের চোখের সুচিকিৎসা নিশ্চিতে যা যা করার দরকার সেসব ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান আইজিপি।
গত ১৯ আগস্ট হবিগঞ্জে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব আহত হন। ২০ আগস্ট তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তার চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে তিনি রাজধানীর শেরে-বাংলা নগর এলাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
গত ১৯ আগস্ট বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরের শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষ চলাকালে প্রধান সড়কের একদিক থেকে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় অন্যদিক থেকে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ সংঘর্ষে ওসি অজয় চন্দ্র দেবসহ কয়েকজন পুলিশ সদস্য ও বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন।