বৃহস্পতিবার আমায় গ্রেপ্তার করা হবে: ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার জর্জিয়ার আদালতে তিনি আত্মসমর্পণ করার পরিকল্পনা করেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে হেরে যাওয়ায় ভোটের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করবেন তিনি।
গত ১৪ আগস্ট রাজ্যটির ফালটন কাউন্টির গ্র্যান্ড জুরি ট্রাম্পসহ ১৯ জনের বিরুদ্ধে ৪১টি অভিযোগ আনেন। সেইসময় ট্রাম্পকে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন ফালটন কাউন্টির গ্র্যান্ড জুরি। এ সময়সীমার আগেই আত্মসমর্পণের কথা জানালেন ট্রাম্প।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের মামলার তত্ত্বাবধান করছেন এমন একজন আটলান্টার বিচারক তার জামিনচুক্তি দুই লাখ ডলারে নির্ধারণ করেছেন।
এর কয়েক ঘণ্টা পরেই গতকাল সোমবার ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, আপনি এটা বিশ্বাস করতে পারবেন? আমি আগামী বৃহস্পতিবার জর্জিয়ার আটলান্টায় যাবো গ্রেপ্তার হতে।
ট্রাম্পের জামিনচুক্তি অনুসারে, সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট এখন আর মামলার সাক্ষী বা ভুক্তভোগীদের হুমকি বা ভয়ভীতি দেখাতে পারবেন না। তবে আইনি ঝামেলা দিনের পর দিন বাড়লেও আগামী ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান প্রার্থীদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা একটুও কমেনি।
রিপাবলিকানের মধ্যে অন্য সব মনোনয়নপ্রত্যাশীদের চেয়ে তিনি অনেক এগিয়ে। দেশটিতে ফৌজদারি মামলাগুলোতে অভিযুক্ত হওয়ার পর তার অবস্থান যেন আরও শক্তিশালী হয়েছে।
এত কিছুর পরেও ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযান থামেনি, বরং তাতে আরও গতিসঞ্চার হয়েছে। গত ৩১ জুলাই একাধিক জনমত জরিপের এক গড় থেকে দেখা যায়, ডোনাল্ড ট্রাম্প এসব জরিপে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসের চেয়ে ৩৭ পয়েন্টের বড় ব্যবধানে এগিয়ে আছেন।